ফুল্লশ্রী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:২১, ১৩ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

কবি বিজয় গুপ্ত তাঁর জন্মস্থানের বর্ণনায় লিখেছেন- ‘পশ্চিমে ঘাঘর নদী, পূর্বে ঘন্টেশ্বর,/ মধ্যে ফুল্লশ্রী গ্রাম পণ্ডিতনগর’। কবি বিজয়গুপ্তের জন্মস্থান হিসেবেই ফুল্লশ্রী গ্রাম সারা বাংলায় বিখ্যাত। বর্তমানে ফুল্লশ্রী গ্রাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের অন্তর্গত। কবি বিজয়গুপ্ত ১৪৮৪ খৃৃস্টাব্দে তার বিখ্যাত ‘মনসা মঙ্গল’ কাব্য রচনা করেন। তিনি এ গ্রামে মনসা দেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন।

ফুল্লশ্রী গ্রমে জন্ম অন্যান্য বিখ্যাত ব্যক্তিগণ হলেন: ১. ত্রিলোচন দাশ কবীন্দ্র (পঞ্চদশ শতক), কলাপ ব্যাকরণের টীকা ‘কাতন্ত্রবৃত্তি পঞ্জিকা’র রচয়িতা; কবি বিজয় গুপ্তের মামা। ২. জানকীনাথ কবিকণ্ঠহার (পঞ্চদশ - ষোড়শ শতক), “চর্করিত রহসা” নামক ব্যাকরণের অংশবিশেষ ও যঙ-লুগন্ত প্রত্যয় সম্বন্ধে শ্লোকপূর্ণ গ্রন্থের রচয়িতা; বিখ্যাত নৈয়ায়িক। ৩. কার্তিকচন্দ্র দাশগুপ্ত (৬ আগস্ট ১৮৮৪ - ২৭ ফেব্রুয়ারি ১৯৬৫) সাহিত্যিক। ৪. প্রাণকুমার সেন (৬ এপ্রিল ১৯০১ - ২৫ মার্চ ১৯৬২), দশ বছর বরিশাল শিক্ষক সমিতির সম্পাদক ও পরে সভাপতি; বরিশাল হিতৈষীর সম্পাদক। ৫. অমিয় দাশগুপ্ত (১৯১৭ - ২৮ মার্চ ১৯৮০), সর্বভারতীয় কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থার সাধারণ সম্পাদক। ৬. মনীন্দ্রনাথ সমাজদার (১৯২৪ - ?), বহু ভাষাবিদ ও সংস্কৃত পন্ডিত। ৭. ভেগাই হালদার(১৮৫৩-১৯৩৩) দেশপ্রেমিক ও সাধক পুরুষ; আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রতিষ্ঠাতা।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০