ফজিলাতুননেসা সরকারি মহিলা কলেজ, ভোলা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৪১, ২ এপ্রিল ২০১৬ পর্যন্ত সংস্করণে ("আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের উদ্যোগে ১৯৭২ সালে ভোল..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের উদ্যোগে ১৯৭২ সালে ভোলা শহরে ফজিলাতুননেসা মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুননেসার নামে কলেজের নামকরণ করা হয়েছে। ১৯৮৪ সালে ভোলার মন্ত্রী নাজিউর রহমান এবং অধ্যক্ষ সুফিয়া খানমের প্রচেষ্টায় কলেজটি সরকারি হয়েছে।

সরকারি ফজিলাতুন্নেসা মহিলা কলেজ.jpg

কলেজের অধ্যক্ষগণ

১. শামসুল আলম (১৯৭২-১৯৭৭); ২. মোঃ মহিউদ্দিন (১৯৭৭ -১৯৭৭); ৩. সুফিয়া খানম (১৯৭৭-১৯৯৬); ৪. মোঃ ফকরুল আলম (১৯৮৬-১৯৮৭); ৬. আবদুল ওয়াহেদ (১৯৮৭-১৯৯০); ৭. কায়সার আহমেদ (১৯৯৩-১৯৯৪)।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫