পীতাম্বর সেন

Barisalpedia থেকে

পীতাম্বর সেন ছিলেন ১৭৫৭ সালের কুখ্যাত ষড়যন্ত্রকারী রাজবল্লভের পৌত্র ও ঝালকাঠির জেলাধীন নলছিটি শহরের প্রতিষ্ঠাতা।

রাজবল্লভের মৃত্যুর পর তার পঞ্চম পুত্র গোপাল কৃষ্ণ নলছিটি বন্দরের নিকটে বিখ্যাত তারা মন্দির নির্মাণ করেন। তিনি ১৭৮৭ খ্রিস্টাব্দের ৭ জুলাই দেহ ত্যাগ করেন। তার পুত্র পীতাম্বর সেন সুগন্ধা নদীর তীরে শাহজাদপুর পরগণার নল ও ছিটকি বন পরিষ্কার করে একটি বন্দর প্রতিষ্ঠা করেন। নল ও ছিটকি থেকে নাম হয় নলছিটি। ১৭৯১ খ্রিস্টাব্দের ১২ তিনি এক পত্রে নলছিটি বন্দরের প্রতিষ্ঠাতা বলে দাবি করেন। তিনি শাহজাদপুর ও অন্যান্য পরগণার ভূমি পাট্টা নিয়ে এবং অনেক অর্থ ব্যয়ে নলছিটিতে একটি হাট নির্মাণ করেন।



তথ্যসূত্র: ১। আগাবাকের, পৃষ্ঠা-৪২-৫০। ২। The District of Bakergainj, Page-138