নয়নাঞ্জন দাশগুপ্ত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৪৭, ১৬ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("স্বাধীনতা সংগ্রামী নয়নাঞ্জন দাশগুপ্তের (২৭.১.১৯০৭- ১৩.১১..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

স্বাধীনতা সংগ্রামী নয়নাঞ্জন দাশগুপ্তের (২৭.১.১৯০৭- ১৩.১১.১৯৯২) আদি নিবাস বর্তমান আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রাম। তাঁর পিতার নাম জনার্দন দাশগুপ্ত।

নয়নাঞ্জন ১৯২৬ খ্রিস্টাব্দে বরিশাল জেলায় প্রথম স্থান অধিকার করে বৃত্তি-সহ ম্যাট্রিক পাশ করেন। স্কুলের ছাত্রাবস্থাতেই অসহযোগ আন্দোলনে যোগ দেন। বি.এসসি. পাশ করে পুরোপুরি বিপ্লবের কাজে আত্মনিয়োগ করেন। বরিশালের বিপ্লবী সংস্থা শঙ্করমঠের সভ্য ছিলেন। এই সংস্থার রিভোলটিং গ্রুপের তিনি একজন। ১৯৩০ খ্রিস্টাব্দে মেছুয়াবাজার বোমার মামলায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হলেও প্রমাণাভাবে মুক্ত হন কিন্তু সঙ্গে সঙ্গে বেঙ্গল অর্ডিন্যান্সে বিনাবিচারে ১৯৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রেসিডেন্সি জেল, বক্সা ক্যাম্প, দেউলি ডিটেনশন ক্যাম্পে আটক থাকেন। ১৯৪২ খ্রিস্টাব্দে ‘ভারত ছাড়ো’ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশবিভাগের পর পরিবারের সঙ্গে পশ্চিমবাংলায় চলে আসেন। ১৯৪৮-৬৭ খ্রিস্টাব্দে তিনি ডওগঈঙ- তে চাকরি করেন। এখান থেকে অবসরগ্রহণ করে সদ্য প্রতিষ্ঠিত (১৯৬৮) বিপ্লবী নিকেতনের সঙ্গে যুক্ত হয়ে তার অন্যতম ট্রাস্টি হন। অকৃতদার তিনি আমৃত্যু বিপ্লবীদের সাম্মানিক স্টেট অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান ছিলেন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।