নগেন্দ্রনাথ গুপ্ত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১৪, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জন্ম ২০ জুন ১৯০৯। মৃত্যু ২০ জুলাই ১৯৮৫। জন্মস্থান বরিশাল..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জন্ম ২০ জুন ১৯০৯। মৃত্যু ২০ জুলাই ১৯৮৫। জন্মস্থান বরিশাল। পিতা ব্রজমোহন স্কুলের শিক্ষক মনোরঞ্জন। পিতামহ তারিণীকুমার গুপ্ত বরিশালের খ্যাতনামা জনদরদি ডাক্তার ছিলেন। ব্রজমোহন স্কুল ও বাণীপীঠ স্কুলের ছাত্র। অল্পবয়সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। ১৯২০খ্রি. অসহযোগ আন্দোলনে, ১৯২৬খ্রি. বিপ্লবী দলে এবং ১৯২৮খ্রি. কলকাতায় ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৩০খ্রি. বরিশালের শঙ্কর মঠের গ্রন্থগারিক ও বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সংঘের জেলাশাখার সভাপতি ছিলেন। ১৯৩২খ্রি. গ্রেপ্তার হয়ে ৬বছর নানা জেলে এবং বিভিন্ন স্থানে অন্তরিনে কাটে। এরপর সক্রিয় রাজনীতিতে অংশ না নিলেও বিপ্লবী নিকেতন, বরিশাল সেবা সমিতি প্রভৃতি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।