নগেন্দ্র বিজয় ভট্টাচার্য

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৩৭, ২ মে ২০১৬ পর্যন্ত সংস্করণে ("নগেন্দ্র বিজয় ভট্টাচার্য জগদীশ সারস্বত বালিকা বিদ্যাল..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

নগেন্দ্র বিজয় ভট্টাচার্য জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কংগ্রেস কমিটির সভাপতি। ১৮৮৫ সনে তিনি উজিরপুরে জন্ম গ্রহণ করেন। তিনি বি এম স্কুলে মেট্রিক ও বি এম কলেজ হতে বিএ পাশ করেন। তিনি বি এম স্কুলের শিক্ষক ছিলেন। তিনি ১৯জন ছাত্রী নিয়ে জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পাঠ দান শুরু করেন। তিনি কয়েক বার কারাবরণ করেন। তিনি ১৯৩৫ সন হতে ১৯৭৪ সন পর্যন্ত জেলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন। ১৯৪৮ সন কলকাতায় চলে যান এবং ১৯৬৭ সনে ১৩ই নভেম্বর কাশীধামে প্রাণ ত্যাগ করেন।



তথ্যসূত্র: রফিকুল ইসলাম। বরিশাল দর্পণ। ঢাকা, ১৯৯০।