দেবেন্দ্র নারায়ণ, রাজা

Barisalpedia থেকে

মাধবপাশার রাজা নৃসিংহ নারায়ণের দত্তক দুই সন্তানের মধ্যে ইনি ছোট সন্তান। বড় সন্তান বীরসিংহ নারায়ণকে লোকেরা বড় রাজা বলতো। আর দেবেন্দ্র নারায়ণ রাজা না হলেও লোকজন তাঁকে ছোট রাজা বলতেন। তিনি একজন বলিষ্ঠ পুরুষ ছিলেন। ব্যায়াম, অশ্বারোহণ, বন্দুক চালনায় তিনি সিদ্ধহস্ত ছিলেন। তাঁর একটি প্রকা- ছাতা ছিল। ছাতা নিয়ে তিনি দোতলা দালান হতে নিচে পড়তেন। তিনি একবার একটি চিতাবাঘ খালি হাতে ধরে খাঁচাবদ্ধ করেছিলেন। তিনি মধ্য বয়সে দেহ ত্যাগ করেন। তার দুই পুত্র-উপেন্দ্র নারায়ণ ও ভূপাল নারায়ণ। ভূপাল নারায়ণকে গোপাল রাজা বলা হতো। উপেন্দ্র নারায়ণের পুত্র সতীন্দ্র নারায়ণ বা মাখনরাজা চন্দ্রদ্বীপ রাজবংশের বাংলাদেশ নিবাসী শেষ জমিদার। তিনি সত্যিকার অর্থে জমিদার ছিলেন না। লোকেরা তা-ও তাঁকে রাজা বলতো। তাঁর বংশধরেরা ভারতে প্রবাসী হন। তিনিই শুধু মাটি কামড়ে থেকে যান জন্মভিটায়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০