দেবী সিংহের দুর্গা মন্দির, বরগুনা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:২৪, ২৩ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরগুনা জেলার প্রাচীন ধর্মীয় এবং ঐতিহাসিক স্থাপনাগুলির মধ্যে দেবী সিংহের মন্দির নিঃসন্দেহে উল্লেখযোগ্য। বেতাগি- বরগুনা সড়ক সংলগ্ন গৌরীচন্নার সন্নিকটে প্রাচীন এই স্থাপনাটির অবস্থান। ন্থানীয়ভাবে দেবী সিংহের দুর্গা মন্দির নামে পরিচিত হলেও স্থাপনাটির প্রতিষ্ঠাতা বা দেবী সিংহের পরিচয় এই অঞ্চলে অজানা। এছাড়া এই মন্দির ব্যতীত দেবী সিংহ প্রতিষ্ঠিত বা তার নামের অন্য কোনো ন্থাপনা এই অঞ্চলে পরিদৃষ্ট নয়। দুর্গা মন্দিরের নির্মানশৈলী পর্যবেক্ষণে স্থাপনা সতেরশ সালের বলে মনে করা হয়। মন্দিরের প্রতিষ্ঠার সময়কাল সম্পর্কে স্থানীয়দেরও অভিমত সেই প্রকার। এর প্রতিষ্ঠার সাথে বৃটিশ শাসনামলে কোম্পাণীর অনুগ্রহে ইদ্রাকপুর অঞ্চলে দেওয়ানী প্রাপ্ত দেবী সিংহের সম্পৃক্ততার ক্ষীণ সম্ভাবনার কথা বিবেচনা করা যেতে পারে। হতে পারে তার অনুগত কোনো অনুচর এই এলাকার রাজস্ব আদায়ের দায়িত্বে নিয়োজিত ছিলো এবং অনুগত সেই অনুচর কর্তৃক দেবী সিংহের নামে এই স্থানে মন্দির স্থাপন করেছিলো।

Image 25.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।