জয়ন্তকুমার দাশগুপ্ত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:৪৪, ২০ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("জয়ন্তকুমার দাশগুপ্ত [১৯০৮-১৯৮৯] ১৯৩৫ সালে বি,এম স্কুলে স..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জয়ন্তকুমার দাশগুপ্ত [১৯০৮-১৯৮৯] ১৯৩৫ সালে বি,এম স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৫৮ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত প্রধান শিক্ষক এবং ১৯৭৭ সাল পর্যন্ত রেক্টরের দায়িত্ব পালন করেন। মাঝখানে তিনি বরিশাল মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি ১৯৮৯ সালের ১৯শে জুন সকালে তাঁর এক ছাত্রের বাসভবনে (জগদীশ আশ্রম) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

জয়ন্ত কুমার দাশ গুপ্তের শ্রেষ্ঠ সম্পাদনা কবি বিজয় গুপ্তের পদ্মাপুরাণ।


তথ্যসূত্র: বাকেরগঞ্জ জেলার জেলার ইতিহাস (সাইফ উদ্দিন সম্পাদিত)