চারুচন্দ্র ঘোষ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:০৩, ১৬ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("চারুচন্দ্র ঘোষ কথাসাহিত্যিক ও সরকারের উচ্চপদস্থ কর্মচা..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

চারুচন্দ্র ঘোষ কথাসাহিত্যিক ও সরকারের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। তাঁর জন্ম ৫ নভেম্বর ১৯০৫ তারিখে বর্তমান বানারীপাড়ার গাভা গ্রামে। পিতা ছিলেন আইনজীবী রসিকচন্দ্র ঘোষ। চারুচন্দ্র ঘোষের মৃত্যু তারিখ ৫ ফেব্রুয়ারি ১৯৮৮।

অল্পবয়সে পিতৃবিয়োগ হওয়ায় মেধাবী ছাত্র হয়েও চারুচন্দ্রের দারিদ্র্যের জন্য পড়ায় ছেদ পড়ে। পিতৃব্য হেমচন্দ্র ঘোষদস্তিদার ও পিসতুতো দাদা সত্যরঞ্জন বকসির সঙ্গে কলকাতায় এসে টিউশনি করে জীবিকা নির্বাহ করেন। সেই সঙ্গে করেন সাহিত্যচর্চা। জেলা কংগ্রেসের সম্পাদক ছিলেন। পরে উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসেবে বহু বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ হন। রেবতীমোহন বর্মণ সম্পাদিত ‘বেণু’ পত্রিকায় ছোটো গল্প লিখতেন। ১৯২৮-৪৮ খ্রিস্টাব্দের মধ্যে রচিত তাঁর ১৬টি ছোটো গল্প নিয়ে ‘চারুচন্দ্র ঘোষের গল্প সংকলন’ প্রকাশিত হয়। এই পত্রিকাতেই তাঁর লেখা ‘ডক কুলি’ রচনার জন্য ব্রিটিশ সরকার পত্রিকাটি বন্ধ করে দেয়। তাঁর ‘বেহুলা’ নাটক এইচ.এম.ভি. থেকে প্রকাশিত হয়। প্রবাদপ্রতিম চিত্রপরিচালক ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তাঁর লিখিত ‘নাইট গার্ড’, ‘বিদ্রোহী’ ও ‘ব্লাড অ্যান্ড বিউটি’ চিত্রায়িত হয়। পরবর্তীকালে ছিন্নমূল মানুষদের নিয়ে তাঁর লেখা ‘সেতুবন্ধ’ নাটকটি মঞ্চস্থ হয়েছে।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান