চাখারের মজুমদার ও সৈয়দ পরিবার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪৭, ১১ জুন ২০১৮ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বানারীপাড়া থানাধীন চাখারের মজুমদার বা সৈয়দ পরিবার ষোড়শ ও সপ্তদশ শতকে এ অঞ্চলের অত্যন্ত প্রতিপত্তিশালী এক পরিবার। এঁদের জমিদারি ছিল চন্দ্রদ্বীপ পরগণায়। এরা এক সময় এমনকি চন্দ্রদ্বীপের রাজাদের সাথে বিরোধে জড়িয়েও তাঁদের প্রতিপত্তির প্রমাণ রাখেন। আগা বাকের খান এই পরিবারের এক মেয়েকে বিয়ে করেছিলেন।


প্রতিষ্ঠা ও পূর্বপুরুষ

সুবাদার শায়েস্তা খানের সময় শের খাঁ ও চলবন খাঁ চাকরি গ্রহণ করে ঢাকা হতে শায়েস্তাবাদে বসতি স্থাপন করেন। শের খাঁর পুত্র মেহেদী ও শরফুদ্দিন মোগল স¤্রাটের পক্ষে বাকলা সরকারের অধীনস্থ পরগণার রাজস্ব আদায় করতেন। তাঁরা শায়েস্তাবাদ হতে চন্দ্রদ্বীপের রাজধানী মাধবপাশা হতে ১০ মাইল পশ্চিমে স্থায়ী বাসস্থান নির্মাণ করেন। আগাবাকের খান তাদের এক বোনকে বিয়ে করেন। চন্দ্রদ্বীপ রাজা উদয় নারায়ণের সাথে তাদের বিবাদ চলে। তারা শায়েস্তাবাদ পরগণার জমিদার ও চন্দ্রদ্বীপ পরগণার রাজস্ব আদায়কারী ছিলেন। মেহেদী মজুমদারের দু’কন্যা ছিল এবং তাদের মীর কুতুব ও মোহাম্মদ হানিফের নিকট বিয়ে দেন। মীর কুতুবের কন্যা ঠা-ু বিবি ও দুলাল বিবিকে গাভার সর্দার পরিবার জোর করে নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করা হয়। মীর কুতুবের ছাত্র আতিকুল্লা বিয়ে করেন ঠা-ু বিবিকে এবং সৈয়দ আতাউল্লাহ বিয়ে করেন দুলাল বিবিকে।


মজুমদাদের বংশলতিকা

শের খাঁর তিন পুত্র মেহেদী মজুমদার, শরিফুদ্দিন মজুমদার ও আলাউদ্দিন মজুমদার। শরিফুদ্দিন মজুমদারের পুত্র এনায়েত উল্লাহ। এনায়েত উল্লাহর পুত্র জামালউল্লা মজুমদার। তাঁর পুত্র হায়দার বকস মজুমদার। তাঁর পুত্র মাহমুদ আকবর মজুমদার। তাঁর পুত্র মফিজউদ্দিন মজুমদার। তাঁর পুত্র মমতাজ উদ্দিন মজুমদার। মমতাজ উদ্দিন মজুমদারের তিন পুত্র আশরাফ উদ্দীন, শরফুদ্দিন মজুমদার ও মহিউদ্দীন মজুমদার। শরফুদ্দিন মজুমদারের তিন পুত্র বাদশা, শাহাজাদা ও সেলিম মজুমদার।


বর্তমান অবস্থা

চাখারে দশটি মিয়াবাড়ি আছে। উত্তরের বাড়ি-শের খাঁর কনিষ্ঠ পুত্র আলাউদ্দিনের বংশধর। পূর্বের বাড়ি শরফুদ্দিন মজুমদারের, মীরবাড়ি মেন্দি মজুমদারের, গোতারের বাড়ি সৈয়দ আতিকুল্লা, শরীফ বাড়ি সৈয়দ আতাউল্লা, গেলাবাড়ী মজুমদারদের জামাতার বংশধর। কাজী বাড়ী ও উত্তরের কাজী বাড়ী চলবন খাঁর বংশধর। নয়াবাড়ী দক্ষিণের নয়াবাড়ি ও মীর সাহবের বাড়ি। ১৭৬৫ খ্রিস্টাব্দের পর তারা রাজস্ব আদায়ের ক্ষমতা হারায়। তারা চন্দ্রদ্বীপ ও অন্যান্য পরগণার অধীনে তালুক ও নিষ্কর ভূমি ভোগ করতেন। সিপাহী যুদ্ধের সময় মাহমুদ আকবর জীবিত ছিলেন।

প্রাক্তন মন্ত্রী সৈয়দ আজিজুল হক, বিশিষ্ট সমাজসেবী সেয়দ লুৎফুল খবির (খবির মিয়া), চাখার কলেজের অধ্যক্ষ এনায়েত করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম প্রমুখ চাখারের সৈয়দ পরিবারের কৃতী সন্তান।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।