চণ্ডীচরণ সেন

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৫৯, ৬ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জন্ম ২৭ জানুয়ারি ১৮৪৫। মৃত্যু ১০ জুন ১৯০৬। জন্মস্থান বাসণ্ডা, ঝালকাঠি, বরিশাল। পিতা নিমচাঁদ সেন। ১৮৬৩ খ্রি. বরিশাল জিলা স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে কলকাতায় ফ্রি চার্চ ইনস্টিটিউশনে (ডাফ কলেজ) কিছুদিন অধ্যয়ন করে অসুস্থতার জন্য বরিশাল ফিরে যান। পরে ১৮৬৯খ্রি. কলকাতায় এসে গৃহশিক্ষকতা করে আইনপরীক্ষা পাশ করেন। পাঠাবস্থায় রামতনু লাহিড়ী, দুর্গোমোহন দাস প্রমুখ ব্রাহ্মনেতাদের সংস্পর্শে আসেন। ১৮৭০খ্রি. বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে ব্রাহ্ম ধর্মে দীক্ষাগ্রহণ করেন। কিছুদিন বরিশালে আইন ব্যবসায় করেন। ১৮৭৩খ্রি. সরকারি কর্মচারী হিসাবে প্রথমে মুনসেফ ও শেষে সাব-জজপদ প্রাপ্ত হন এবং বিচারপতি রূপে কৃতিত্বের পরিচয় দেন। সাহিত্য-ক্ষেত্রেও কৃতিমান ছিলেন। ‘টম কাকার কুটীর’ তাঁর বিখ্যাত অনুবাদগ্রন্থ। তা ছাড়া ‘অযোধ্যার বেগম’, ‘ঝাসিঁর রাণী’, ‘দেওয়ান গঙ্গাগোবিন্দ’ ইত্যাদি গ্রন্থে তিনি ইংরেজ অধিকারের প্রথম অবস্থার ঘটনাবলির নির্ভীক তথ্যনির্ভর বিবরণ দিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটন করেন। ‘মহারাজা নন্দকুমার’-গ্রন্থ রচনার জন্য সরকার কর্তৃক দ-িত হন। একসময়ে এইসব ঐতিহাসিক উপন্যাস দেশবাসীর মনে জাতীয় ভাব-সঞ্চারে প্রভূত সাহায্য করেছিল। তাঁর দর্শনের পুস্তক ‘জীবনগতি নির্ণয়’। ‘লঙ্কাকাণ্ড’ নামে একটি বিদ্রূপাত্মক কাব্যও তিনি রচনা করেছিলেন। ‘মুদ্রাযন্ত্রের স্বাধীনতা প্রদাতা’, ‘এই কি রামের অযোধ্যা’ তাঁর অপর দু-টি গ্রন্থ। ১৯০৩ খ্রি. তাঁর শেষ উপন্যাস টলস্টয় অবলম্বনে ‘চল্লিশ বৎসর’ প্রকাশিত হয়। খ্যাতনামা মহিলা কবি কামিনী রায় তাঁর জ্যেষ্ঠাকন্যা।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।