ক্রিসপ, সার্কিট জজ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৪৪, ২ নভেম্বর ২০১৭ পর্যন্ত সংস্করণে ("বরিশালের দুজন জজ তাদের পাল্কি বহনে রাজি না হওয়ার অপরাধে..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরিশালের দুজন জজ তাদের পাল্কি বহনে রাজি না হওয়ার অপরাধে আদালত অবমাননার দায়ে কয়েকজনকে জেল দিয়েছিলেন। এই কুখ্যাত জজদের একজন ছিলেন সার্কিট জজ ক্রিসপ। পাল্কি বহন করতে অস্বীকার করায় ১৮০০ খ্রিস্টাব্দের ২৭ জুলাই সারকুইট জজ ক্রিসপ কয়েকজনকে আদালত অবমাননার দায়ে ১৫ দিন শাস্তি প্রদান করেন। ১৮০০ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর সারকুইট জজ মি. রেয়ার্ড পাাল্কি বহন করতে অস্বীকার করায় বাকেরগঞ্জের আরো তিন জনকে ১৫ দিন কারাদন্ড প্রদান করেন। বরিশালের লোক স্বাধীনচেতা ও সম্পদশালী ছিল তাই তারা ইংরেজদের পাল্কি বহন করতে অস্বীকার করে। যখন বাংলার উদীয়মান ধনিক, বণিক ও জমিদারেরা ইংরেজদের পদলেহনে ব্যস্ত, তখন বাকেরগঞ্জের বিদ্রোহী কৃষক জনতা ইংরেজ শাসকদের ঘৃণা করত। তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। এমনকি তারা জেলের ভয় দেখানো সত্ত্বেও ইংরেজদের সেবা করতে রাজি হয়নি।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।