ক্যাপ্টেন রোজ

Barisalpedia থেকে

ক্যাপ্টেন রোজ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা ছিলেন। বাকেরগঞ্জের বিদ্রোহী বণিক তথা সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীরা তাকে ১৭৬৪ খৃস্টাব্দে হত্য করে।

১৭৬৪ খৃৃস্টাব্দে বিদ্রোহীরা বাকেরগঞ্জ বন্দরের নিকট ইংরেজ বণিক ক্যাপ্টেন রোজের বাণিজ্যতরী আক্রমণ করে এবং তাকে হত্যা করে। গভর্নর ভেন্সিটারট নবাব মীর জাফর আলী খানকে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য ১৭৬৪ খ্রিস্টাব্দের ১৪ নভেম্বর এক পত্র লেখেন:

“আপনার সাথে আলাপের সময় ইতোমধ্যে আমি আপনাকে জানিয়েছি যে, যখন মিঃ রোজ নামে একজন ইংরেজ ভদ্রলোক টাকা ও পণ্যদ্রব্য নিয়ে নৌকায় ভ্রমণ করেছিল, তখন নৌকার লোকেরা বাকেরগঞ্জের নিকট তাকে হত্যা করে এবং তার টাকা ও পণ্যদ্রব্য নিয়ে যায়। তারা সিতারামের জমিদারীতে আশ্রয় নিয়েছে। এ ঘটনা তদন্তের জন্য আমি একজন ইংরেজকে উক্ত জমিদারের নিকট পাঠিয়েছিলাম। কিন্তু তিনি তাকে কোন সম্মান দেখাননি। সুতরাং আপনার অবগতির জন্য আমি লুণ্ঠিত মাল ও টাকার হিসাব সংযোজন করে দিচ্ছি। আপনি অনুগ্রহ করে ঢাকার নায়েবকে লিখিত নির্দেশ দেবেন যে, তিনি যেন জমিদারকে ক্ষতিপূরণ প্রদান এবং দোষী ব্যক্তিদের এমন শাস্তি দিতে বলেন যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। বাকেরগঞ্জের চারপাশে খুন ও ডাকাতির সংখ্যা দিন দিন এত বৃদ্ধি পাচ্ছে যে, ব্যবসায়ীরা এ অঞ্চল হয়ে যাতায়াত করতে ভয় পায়। সুতরাং আপনি অনুগ্রহ করে ঢাকার নায়েবকে নির্দেশ দেবেন যে, তিনি যেন ফ্যাক্টরির সিপাহী এবং নিজস্ব লোকদের পাঠিয়ে হত্যাকারীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেন তা হলে ব্যবসায়ীরা খুব উপকৃত হবে।

গভর্নর ভেন্সিটারটের পত্র পেয়ে নবাব মীর জাফর ঢাকার নায়েব আজিম জেসারত খানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। জেসারত খান একদল সিপাহীকে বাকেরগঞ্জে প্রেরণ করেন। তারা স্থানীয় জনগণের ওপর অত্যাচার করে এবং কোম্পানির সন্তুষ্টি লাভের জন্য অনেক বিদ্রোহীকে গ্রেফতার করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।