কালু খা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:২১, ৩০ অক্টোবর ২০১৭ পর্যন্ত সংস্করণে ("কালু খা ছিলেন শাহ সুজার সামরিক কর্মচারী। তিনি ঝালকাঠি থা..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

কালু খা ছিলেন শাহ সুজার সামরিক কর্মচারী। তিনি ঝালকাঠি থানার শিরযুগে/ শেরযুগে নিবাস গড়েছিলেন। কথিত আছে আওরঙ্গজেবের প্রতিনিধি মীর জুমলার সৈন্যরা শেরযুগের খাঁদের পূর্বপুরুষ কালু খাঁকে শিরচ্ছেদ করে। শেরযুগের মোল্লাবাড়িতে কালু খাঁর কবর আছে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।