ওসমানগঞ্জের যুদ্ধ, চরফ্যাশন, ১৯৭১

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:৪২, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("থানার ৯ পুলিশ ৩১ জন মিলিশিয়া মুক্তিযোদ্ধা ক্যাম্প আক্র..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

থানার ৯ পুলিশ ৩১ জন মিলিশিয়া মুক্তিযোদ্ধা ক্যাম্প আক্রমণ করার জন্য ১৯৭১ সালের ৯ আগস্ট ওসমানগঞ্জে আসে। চরফ্যাশন থানার ওসমানগঞ্জের জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত মিয়ার চরের বাড়ি। এ বাড়িতে হাবিলদার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ২৭ জন এবং সিরাজ সিকদারের দলের ১৩ জন মুক্তিযোদ্ধা অবস্থান নিয়েছেন। তাদের উদ্দেশ্য থানা দখল। তাদের সংবাদ পেয়ে কমান্ডার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা গাছের আড়ালে অবস্থান নেয়। থানার পুলিশ সাঁকো পার হচ্ছে এমনি সময় মুক্তিযোদ্ধারা আক্রমণ করে। যুদ্ধে পুলিশ মিলিশিয়া নিহত হলো ১১ জন এবং চরফ্যাশন থানার ওসিসহ ৯ জন ধরা পড়ে এবং ১৩টি রাইফেল উদ্ধোর হলো। অস্ত্র পেয়ে মুক্তিযোদ্ধাদের শক্তি বৃদ্ধি পায়। ওসমানগঞ্জে ভোলার মুক্তিযোদ্ধাদের প্রথম যুদ্ধ। যুদ্ধের খবর সর্বত্র ছড়িয়ে পড়ে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।