এম. লুৎফর রহমান

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৩৩, ২১ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("এম. লুৎফর রহমান বরিশালের উনবিংশ শতকের উচ্চশিক্ষিত মুসলম..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

এম. লুৎফর রহমান বরিশালের উনবিংশ শতকের উচ্চশিক্ষিত মুসলমানদের একজন। তিনি ভারতের বিখ্যাত পত্রিকা ‘কমরেড’ এর যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি ১৮৭৫ খ্রিস্টাব্দে ভোলার কাচিয়া মিয়াবাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুন্সী মফিজউদ্দিন। তিনি ইংরেজী সাহিত্যে এম.এ. পাস করেন এবং স্বর্ণপদক লাভ করেন। তিনি আরবী ও উর্দু সাহিত্যেও এম.এ. ডিগ্রী গ্রহণ করেন। তিনি হায়দারাবাদ নিজামের গৃহশিক্ষক ছিলেন। খেলাফত ও অসহযোগ আন্দোলনের নেতা মওলানা মুহাম্মদ আলীর সম্পাদনায় ‘কমরেড’ প্রকাশিত হতো। তাঁর আহবানে লুৎফর রহমান ‘কমরেড’ পত্রিকার যুগ্ম সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িত হন। ১৯৩২ খৃৃস্টাব্দে তিনি মুসলিম লীগের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আইনসভার নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন। ‘কমরেড’ পত্রিকায় ব্রিটিশ বিরোধী লেখার জন্য তার বিরুদ্ধে হুলিয়া জারি হয়। তিনি পলাতক অবস্থায হায়দরাবাদে নিজামের গৃহশিক্ষক পদে যোগ দেন। তিনি নিজাম পরিবারের এক আত্মীয়কে বিয়ে করেন। ১৯৪২ সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাঁকে কলকাতা নাখোদা মসজিদ সংলগ্ন কবরস্থানে কবর দেয়া হয়।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।