উলানিয়া চৌধুরীবাড়ি, মেহেন্দিগঞ্জ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:২৩, ২৩ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

মেহেন্দীগঞ্জের বিখ্যাত উলানিয়া চৌধুরী পরিবার এতদঞ্চলে সুপরিচিত। ওয়াহেদ রাজা চৌধুরী, নুরুল হক চৌধুরী, আমিনুল হক চৌধুরী, আবদুল গফফার চৌধুরী, আসাদ চৌধুরী, আতিকুল হক চৌধুরী ছাড়াও বাংলাদেশের অনেক খ্যাতনামা সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এই পরিবারের সন্তান। চৌধুরী পরিবারের প্রতিষ্ঠাতা মুহম্মদ হানিফ সুদূর পারস্য থেকে আগমন করে উলানিয়া অঞ্চলে বসতি স্থাপন করেন। শায়েস্তা খানের আমলে মগ ও পর্তুগিজ জলদস্যু দমনের উদ্দেশ্যে নির্মিত সংগ্রাম কেল্লার তিনি একজন সেনানায়ক ছিলেন বলে জানা যায়। উনিশ শতকের মধ্যভাগে নির্মিত উলানিয়া চৌধুরী পরিবারের প্রাসাদোপম বাসভবন, সিংহ তোরন ইত্যাদি স্থাপনা এই পরিবারের গৌরবময় অতীতকে স্মরন করিয়ে দেয়।

Image 6.jpg


উলানয়িা চৌধুরী বাড়ি


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।