উলানিয়া

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৩৩, ১০ আগস্ট ২০২০ পর্যন্ত সংস্করণে ("গ্রামটি মেহেন্দিগঞ্জ থানায় অবস্থিত। চৌধুরী পরিবারের ব..." দিয়ে পাতা তৈরি)

গ্রামটি মেহেন্দিগঞ্জ থানায় অবস্থিত। চৌধুরী পরিবারের বিখ্যাত ব্যক্তিদের জন্য গ্রামটি বিখ্যাত। তাঁদের পূর্বপুরুষ মোহাম্মদ হানিফ মোগলদের সেনাধ্যক্ষ ছিলেন। এ পরিবারের অনেক কৃতী পুরুষ আছে। ১. আবদুল লতিফ চৌধুরী (১৮৮২ - ২৬ এপ্রিল ১৯৭৩) উলানিয়ার জমিদার বংশের সর্বশেষ জমিদার; স্বনামধন্য সমাজসেবক ও সরকারি কর্মকর্তা। ২. খোরশেদ আলম চৌধুরী (১৮৯২ - ১৫ মার্চ ১৯৮৫), বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য। ৩. ফজলাল করিম চৌধুরী (১৮৯২ - ৫ জানুয়ারি ১৯৬৩ সাল), ২বার বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য। ৪. ওয়াহেদ রাজা চৌধুরী (?? - ১৯৩৮), হাজী; জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি; আবদুল গাফফার চৌধুরীর পিতা। ৫. মোহাম্মদ আরিফ চেীধুরী (আনুমানিক ১৯০১ - ১৪ অক্টোবর ১৯৬৫), ওরফে ধনু মিয়া; রাজনীতিবিদ; পাকিস্তান আন্দোলন এবং আওয়ামী লীগের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। ৬. এডভোকেট আমিনুল হক চৌধুরী (?? - ১০ মার্চ ১৯৮৯), রাজনীতিক; উলানিয়ার জমিদার পরিবারের সর্বশেষ জমিদার; ১৯৭৫ সালে তিনি বরিশাল জেলার গভর্নর। ৭. আবদুর রহমান চৌধুরী (২৫ নভেম্বর ১৯২৬ - ১১ জানুয়ারি ১৯৯৪), সুপ্রিম কোর্টের বিচারপতি। ৮. ফজলুর রহিম চৌধুরী (বিংশ শতকের প্রথম ভাগ)। এছাড়াও এ গ্রামটি উলানিয়া করোনেশন হাইস্কুল ও মোগল আমলের একটি মসজিদের জন্য বিখ্যাত।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।