আবদুল গফুর মোল্লা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:৫৩, ২৮ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("আবদুল গফুর মোল্লা ১৯৩০ সালের ৩০ ডিসেম্বর বরিশাল জেলার বা..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

আবদুল গফুর মোল্লা ১৯৩০ সালের ৩০ ডিসেম্বর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের সায়র গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এম এ গফুর নামে অধিক পরিচিত। তার পিতা আমির হোসেন মোল্লা, তার মাতা জমিলা খাতুন। তিনি ১৯৪৪ সালে বরিশাল জিলা স্কুল থেকে মেট্রিক, বিএম কলেজ থেকে ১৯৪৭ সালে আইএ এবং ১৯৫০ সালে বিএ পাস করেন। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি ১৯৫১-৫৩ সালে বরিশাল জেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে হুলিয়া জারি হলে মৌডুবি গ্রামে আত্মগোপন করেন। ১৯৫৩-১৯৭২ সাল পর্যন্ত বাবুগঞ্জ হাই ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৫৭ সালে তিনি ন্যাপে যোগ দেন। ১৯৫৮ সালে সামরিক সরকার তাকে গ্রেফতার করে। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধকালে বরিশাল সাব-সেক্টরের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি বিএম স্কুল, মথুরানাথ ও চৈতন্য স্কুলের ১৯৭৩-১৯৯৩ পধান শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির নেতা ছিলেন। বরিশাল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। বাংলাদেশে উন্নত শিক্ষানীতি প্রণয়নে অবদান রেখেছেন। তিনি ঢাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার স্ত্রী সাবেক প্রধান শিক্ষয়ত্রী বাবেয়া গফুর নারী আন্দোলনের নেত্রী। এম এ গফুর একজন আদর্শ শিক্ষক হিসেবে জনগণের মধ্যে স্মরণীয় হয়ে আছেন। তার উদ্যোগে বরিশাল শহরে ফকিরবাড়ি সড়কে শিক্ষক সমিতি ভবন নির্মিত হয়েছে। বরিশাল মথুরানাথ পাবলিক স্কুলের সামনে থেকে শীতলা মন্দির পর্যন্ত সংযোগ সড়কটি তাঁর নামে ‘এম এ গফুর লেন’ রূপে নামকরণ করা হয়েছে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫