আবদুল ওয়াহেদ বীরপ্রতীক, গাজী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৫০, ২৯ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("গাজী আবদুল ওয়াহেদ বীরপ্রতীক- এর জন্মস্থান মঙ্গলসী, ফরিদ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

গাজী আবদুল ওয়াহেদ বীরপ্রতীক- এর জন্মস্থান মঙ্গলসী, ফরিদপুর, বাকেরগঞ্জ। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকবাহিনী যশোর ইপিআর হেডকোয়ার্টার আক্রমণ করে। আবদুল ওয়াহেদসহ বিদ্রোহী সিপাহিরা তালা ভেঙ্গে অস্ত্র নিয়ে যশোর শহর থেেেক পাকবাহিনীকে তাড়িয়ে দেয়। এই বীরত্বের জন্য তিনি ‘বীরপ্রতীক’ খেতাব পান। পরে তিনি মেহেরপুরে যুদ্ধ করেন। আবদুল ওয়াহেদ বীরপ্রতীক- মুক্তিযোদ্ধা খেতাবের সনদ নম্বর ২৩৮। ১৯৯৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫