আনিস মোল্লা, বীরবিক্রম

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৩৬, ২৯ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("আনিস মোল্লা বীরবিক্রম- এর জন্মস্থান খায়েরঘাটচড়া, দাউদ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

আনিস মোল্লা বীরবিক্রম- এর জন্মস্থান খায়েরঘাটচড়া, দাউদখালী, মঠবাড়িয়া। ১৯৭১ সালে তিনি রংপুর ইপিআর ১০ নম্বর সেক্টরে কর্মরত ছিলেন। ২৫ মার্চ পাকবাহিনী আক্রমণ করলে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ৬ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। তিনি ১৯৯৩ সালে মৃত্যুবরণ করেন। যুদ্ধে অসীম সাহসিকতার জন্য তিনি বীরবিক্রম পদকে ভূষিত হন। সনদ নম্বর ১০১।


তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (২য় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।