অসওয়ালড (Oswald)

Barisalpedia থেকে

১৮০৫ খৃৃস্টাব্দে অসওয়ালড (Oswald) বাকেরগঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেট হয়ে আসেন। জেলা ম্যাজিষ্ট্রেট অসওয়ালডের সময় বাকেরগঞ্জ জেলার আয়তন বৃদ্ধি পায়। তার সময়ে ১৮০৬ সালে বিদ্যমান ১০টির সাথে ঢাকা জেলা হতে গৌরনদী ও বুড়ীরহাট থানা বাকেরগঞ্জ জেলাভুক্ত করা হয়। তখন পর্যন্ত গৌরনদী, কোটালীপাড়া এবং বুড়ীরহাট বাকেরগঞ্জ জেলাভুক্ত ছিল না।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী। ২০১০।