"‘স্বদেশী’ সাপ্তাহিক পত্রিকা"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
(" ১৯০৪ সালে ঝালকাঠি থানাধীন বাসন্ডা গ্রাম নিবাসী যোগীন্দ..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০৯:৪১, ১৬ অক্টোবর ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

১৯০৪ সালে ঝালকাঠি থানাধীন বাসন্ডা গ্রাম নিবাসী যোগীন্দ্রনাথ সেন ‘ন্যাশনাল মেশিন প্রেস’ থেকে ছাপিয়ে কয়েক সপ্তাহ সাপ্তাহিক ‘স্বদেশী’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন এবং এর সম্পাদকও ছিলেন তিনি। তবে সত্যানন্দ দাশের সম্পাদনায় ‘স্বদেশী’ নামে আরেকটি সুখ্যাত পাক্ষিক পত্রিকা বরিশাল থেকে প্রকাশিত হয়েছিল ১৮৯৪ সালে। সেটির সাথে এটিকে গুলিয়ে ফেলা যাবে না। 

তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।