হেমচন্দ্র মুখোপাধ্যায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:২৬, ১৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("হেমচন্দ্র মুখোপাধ্যায় একজন কবি ও নাট্যকার। বাকেরগঞ্জ উ..." দিয়ে পাতা তৈরি)

হেমচন্দ্র মুখোপাধ্যায় একজন কবি ও নাট্যকার। বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী গ্রামে ১৮৮৮ সালে তাঁর জন্ম। সংসদ বাঙালি চরিতাভিধানে অবশ্য তাঁর গ্রামের নাম বঙ্গশ্রী উল্লেখ করা হয়েছে। কিন্তু বরিশাল বিভাগে কোনো বঙ্গশ্রী গ্রামের অস্তিত্ব পাওয়া যায় না। তাই অনুমিত হয় ইহা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী হবে। হেমচন্দ্র মুখোপাধ্যায়ের পিতা দিনেশচন্দ্র মুখোপাধ্যায়। হেমচন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যু ১৯৩১ সালে।

হেমচন্দ্র মুখোপাধ্যায় ব্রজমোহন বিদ্যালয়ে এন্ট্রান্স পর্যন্ত পড়েন। পরে নিজের অধ্যবসায়ে বাংলা, সংস্কৃত ও ইংরেজিতে প্রচুর জ্ঞান অর্জন করেন। বাল্যকাল থেকেই তাঁর কবিত্বশক্তি স্ফুরিত হয়। নৃত্য, গীত, বাদ্য, অভিনয় ও কথকতায় বিশেষ দক্ষতা ছিল। অশ্বিনীকুমার দত্তের অতিশয় প্রিয়পাত্র ছিলেন। তত্ত্ববোধিনী পত্রিকায় তাঁর বহু কবিতা, প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বহু দেশাত্মবোধক কবিতাও রচনা করেছেন। তাঁর অনেক গান চারণকবি মুকুন্দদাস গাইতেন। ‘কণা’, ‘জোয়ার’, ‘প্রতিষ্ঠা’, ও ‘পূজা’ কাব্যগ্রন্থ এবং ‘উৎসব’, ও ‘আদর্শ বা দাদাঠাকুর’ নাটক তাঁর সার্থক রচনা।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান