হীরালাল দাশগুপ্ত, বিপ্লবী ও শহীদ মুক্তিযোদ্ধা

Barisalpedia থেকে

বর্তমান ঝালকাঠি থানার ভারুকাঠি গ্রামের হীরালাল দাশগুপ্ত বৃটিশ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী ও পাকিস্তানি সৈন্যদের হাতে নিহত একজন শহীদ মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর জন্ম ঝালকাঠির গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের ভারুকাঠি গ্রামে ১৯০৫ সালে। মৃত্যু ২০ এপ্রিল ১৯৭১। তাঁর পিতা সম্ভ্রান্ত ব্যবসায়ী উমেশচন্দ্র।

বিপ্লবী নেতা সতীন্দ্রনাথ সেনের ঘনিষ্ঠ সহকর্মীরূপে হীরালাল দাশগুপ্তের রাজনৈতিক জীবনের শুরু হয়। ১৯২১ খৃস্টাব্দে ৯ম শ্রেণিতে অধ্যয়নকালে অসহযোগ আন্দোলনে যোগদানের ফলে তিনি সশ্রম কারাদন্ডে দন্ডিত হন। তারপর থেকে ভারতবিভাগ পর্যন্ত বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন। ১৯৩০ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত রাজবন্দি হিসাবে কারারুদ্ধ থাকেন। মুক্তিলাভের পর সর্বক্ষণের কর্মী হিসাবে কাজ শুরু করেন। সে সময়ে বরিশাল জেলা কংগ্রেস কমিটির সম্পাদক ছিলেন। ১৯৪০-৪১ খৃস্টাব্দ থেকেই তিনি কৃষক সমিতির কাজে আত্মনিয়োগ করেন। ১৯৪১ খৃস্টাব্দে তিনি কমিউনিস্ট দলে যোগ দেন। ১৯২৬ খৃস্টাব্দে জামালপুর সিংহমনি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করে বরিশালে বি.এম কলেজে ভর্তি হন। কিন্তু পটুখালি সত্যাগ্রহ সংগ্রাম শুরু হলে তিনি কলেজ ছেড়ে দিয়ে ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং কারাবরণ করেন। সর্বত্র কৃষক ও কমিউনিস্ট নেতা বলে পরিচিত ছিলেন। দেশ বিভাগের পর পূর্ব-পাকিস্তানের দুঃস্থ জনগণের সেবায় ব্রতী হন। পাকিস্তানের কারাগারে দীর্ঘ ৮ বছর আবদ্ধ ছিলেন। ২৫ মার্চ ১৯৭১ খৃস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘোষণার পর পাকিস্তানি ফৌজ তাঁকে গ্রেপ্তার করে পটুয়াখালি জেলে বন্দি রাখে। ২০ এপ্রিল পাকিস্তানি ফৌজের লোকেরা তাঁকে নির্মমভাবে হত্যা করে মাটি চাপা দিয়ে দেয়।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান