হিজলা উপজেলা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:০৯, ১ মে ২০১৯ পর্যন্ত সংস্করণে ("হিজলা থানাটি গঠিত হয় ১৯১১ সালে। ১৯১৫ খৃস্টাব্দের প্রতি..." দিয়ে পাতা তৈরি)

হিজলা থানাটি গঠিত হয় ১৯১১ সালে। ১৯১৫ খৃস্টাব্দের প্রতিবেদনে দেখা যায় বরিশাল সদর উত্তর মহকুমার ৬টি থানার একটি হলো মুলাদী। ২৪/৯/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা ও ঐতিহাসিক নিদর্শনের একটি সংক্ষিপ্ত তালিকা নি¤œরূপ। উল্লেখ্য, নি¤œলিখিত ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।


বিখ্যাত পরিবার

১. গৌরবদীর মিয়া পরিবার।


পুরাকীর্তি

১. কাউরিয়া পঞ্চরতœ মন্দির।


হিজলা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ-

১. হাবিলদার শাহ আলম, গোয়াল বাওর; কুমিল্লায় নিহত। ২. নায়েক আজিজুর রহমান, তেতুলিয়া; কুমিল্লায় নিহত। ৩. ইপিআর হাবিলদার নূর মোহাম্মদ, যশোরে নিহত। ৪. সিপাহী আবদুলর ওয়াজেদ, পালপাড়া; রাজশাহীতে নিহত। ৫. শিক্ষক হোসেন আলী, পালপাড়া। ৬. আশ্রাব আলী, হিজলা।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।