স্ব রোড

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২১:২৬, ৩ নভেম্বর ২০১৭ পর্যন্ত সংস্করণে ("বরিশাল শহরের নাজিরের পুল থেকে আমানতগঞ্জের দিক রাস্তাটির..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরিশাল শহরের নাজিরের পুল থেকে আমানতগঞ্জের দিক রাস্তাটির নাম স্ব রোড। ১৮৪৫ খৃৃস্টাব্দে মি. শ’ (Shaw) খন্ডকালীন জেলা ম্যাজিষ্ট্রেট ছিলেন। মিঃ শ’ বরিশালে কয়েকটি রাস্তা মেরামত করেন এবং এই রাস্তাটি নির্মাণ করেন। এই ইতিহাস অবলোপন করে বর্তমানে উক্ত রাস্তাটিকে দুঃখজনকভাবে স্বরোড বলা হয়, অথচ বলা উচিত শ’ রোড।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।