"স্বদেশী"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("‘স্বদেশী’ বরিশালের একটি প্রাচীন পাক্ষিক পত্রিকা। কবি জী..." দিয়ে পাতা তৈরি)
 
 
(একই ব্যবহারকারী দ্বারা সম্পাদিত একটি মধ্যবর্তী সংশোধন দেখানো হচ্ছে না)
১ নং লাইন: ১ নং লাইন:
‘স্বদেশী’ বরিশালের একটি প্রাচীন পাক্ষিক পত্রিকা। কবি জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশ এটির সম্পাদক ছিলেন। সুরেশচন্দ্র গুপ্ত মনে করেন পত্রিকাটি বাংলা ১৩০১ সনে (ইংরেজি ১৮৯৪) প্রকাশিত হয়েছিল । হীরালাল দাশগুপ্তের মতে এর প্রকাশকাল ১৮৯৩ সাল। মুনতাসীর মামুনের মতে ১৮৯০ সালে কবি জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশের সম্পাদনায় ব্রাহ্ম সমাজের অন্তর্গত ছাত্রসমাজ থেকে পাক্ষিক ‘স্বদেশী’ পত্রিকাটি প্রকাশিত হয়েছিল।  
+
‘স্বদেশী’ বরিশালের একটি প্রাচীন পাক্ষিক পত্রিকা। কবি জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশ এটির সম্পাদক ছিলেন। সুরেশচন্দ্র গুপ্ত মনে করেন পত্রিকাটি বাংলা ১৩০১ সনে (ইংরেজি ১৮৯৪) প্রকাশিত হয়েছিল । হীরালাল দাশগুপ্তের মতে এর প্রকাশকাল ১৮৯৩ সাল। মুনতাসীর মামুনের মতে ১৮৯০ সালে কবি জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশের সম্পাদনায় ব্রাহ্ম সমাজের অন্তর্গত ছাত্রসমাজ থেকে পাক্ষিক ‘স্বদেশী’ পত্রিকাটি প্রকাশিত হয়েছিল।
 +
 
 +
‘স্বদেশী পত্রিকাটি সম্পর্কে হীরালাল দাশগুপ্ত ‘স্বাধীনতা সংগ্রামে বরিশাল (১ম খন্ড)’ গ্রন্থে লিখেছেন: ‘১৮৭৩ খৃস্টাব্দে ছাত্রগণের ধর্ম ও নীতি বিষয়ক উন্নতির জন্যে একটি ছাত্র সমাজ প্রতিষ্ঠিত হয়। পরে ১৮৮৫ খৃস্টাব্দে উহা ছাত্রদের সেবাব্রতী প্রতিষ্ঠান (Students weekly Service) নামে পরিণত হয় এবং ছাত্রমন্ডলীর মধ্যে এ প্রতিষ্ঠানের আশ্চর্য প্রভাব বিস্তৃত হয়। বাবু সত্যানন্দ দাশ ছাত্রসমাজের সম্পাদক ছিলেন। তার উদ্যোগে  ছাত্র সমাজ থেকে ‘স্বদেশী’ নামক একখানি পাক্ষিক পত্রিকা কিছুকাল প্রকাশিত  হয়েছিল।’ আবার ১৩৪০ সনের ফাল্গুন সংখ্যার ‘ব্রহ্মবাদী’-তে দেখি- ‘এই সময় ছাত্রসমাজের উদ্যোগে মনোরঞ্জন বাবুর সম্পাদনায় ‘স্বদেশী ’ নামে একখানী পাক্ষিক সংবাদপত্র প্রকাশিত হয়। তাহার গ্রাহক সংখ্যা প্রায়এক হাজার হইয়াছিল। কিন্তু ছাপাখানার শৈথিল্যে পত্রিকাখানি বন্ধ হইয়া যায়’।
  
 
----
 
----
 
তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।
 
তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।

০৬:২৮, ১০ অক্টোবর ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

‘স্বদেশী’ বরিশালের একটি প্রাচীন পাক্ষিক পত্রিকা। কবি জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশ এটির সম্পাদক ছিলেন। সুরেশচন্দ্র গুপ্ত মনে করেন পত্রিকাটি বাংলা ১৩০১ সনে (ইংরেজি ১৮৯৪) প্রকাশিত হয়েছিল । হীরালাল দাশগুপ্তের মতে এর প্রকাশকাল ১৮৯৩ সাল। মুনতাসীর মামুনের মতে ১৮৯০ সালে কবি জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশের সম্পাদনায় ব্রাহ্ম সমাজের অন্তর্গত ছাত্রসমাজ থেকে পাক্ষিক ‘স্বদেশী’ পত্রিকাটি প্রকাশিত হয়েছিল।

‘স্বদেশী পত্রিকাটি সম্পর্কে হীরালাল দাশগুপ্ত ‘স্বাধীনতা সংগ্রামে বরিশাল (১ম খন্ড)’ গ্রন্থে লিখেছেন: ‘১৮৭৩ খৃস্টাব্দে ছাত্রগণের ধর্ম ও নীতি বিষয়ক উন্নতির জন্যে একটি ছাত্র সমাজ প্রতিষ্ঠিত হয়। পরে ১৮৮৫ খৃস্টাব্দে উহা ছাত্রদের সেবাব্রতী প্রতিষ্ঠান (Students weekly Service) নামে পরিণত হয় এবং ছাত্রমন্ডলীর মধ্যে এ প্রতিষ্ঠানের আশ্চর্য প্রভাব বিস্তৃত হয়। বাবু সত্যানন্দ দাশ ছাত্রসমাজের সম্পাদক ছিলেন। তার উদ্যোগে ছাত্র সমাজ থেকে ‘স্বদেশী’ নামক একখানি পাক্ষিক পত্রিকা কিছুকাল প্রকাশিত হয়েছিল।’ আবার ১৩৪০ সনের ফাল্গুন সংখ্যার ‘ব্রহ্মবাদী’-তে দেখি- ‘এই সময় ছাত্রসমাজের উদ্যোগে মনোরঞ্জন বাবুর সম্পাদনায় ‘স্বদেশী ’ নামে একখানী পাক্ষিক সংবাদপত্র প্রকাশিত হয়। তাহার গ্রাহক সংখ্যা প্রায়এক হাজার হইয়াছিল। কিন্তু ছাপাখানার শৈথিল্যে পত্রিকাখানি বন্ধ হইয়া যায়’।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।