স্টিমার স্ট্রাইক, বরিশাল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:১৭, ১৬ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("১৯২১ খ্রিস্টাব্দের ১৪ ও ১৫ মে করিমগঞ্জের চা বাগানের কুলী..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯২১ খ্রিস্টাব্দের ১৪ ও ১৫ মে করিমগঞ্জের চা বাগানের কুলীরা অন্যায় আচরণের প্রতিবাদ করে বেরিয়ে আসে এং তাদের জন্মস্থান বিহারে ফিরে যাবার জন্য চাঁদপুরে আগমন করে। ইংরেজদের স্টীমার বিনা ভাড়ায় তাদের নিতে অস্বীকার করে। ২০ মে চাঁদপুরের এসডিওর আদেশে গুর্খা পুলিশ বেপরোয়া গুলি করে অনেক কুলিকে হত্যা ও আহত করে। এ ঘটনার প্রতিবাদে বরিশালে ১ জনু হতে ষ্টীমার স্ট্রাইক শুরু হয়। বিএম স্কুলের মাঠে ৭০০ ধর্মঘটকারীর থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়। ধর্মঘট উপলক্ষে জুন মাসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, তার স্ত্রী বাসন্তী দেবী নৌকায় গোয়ালন্দ ও চাঁদপুর হয়ে ৪ দিনে বরিশাল পৌঁছেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।