সোনাখালি জমিদারবাড়ি, মঠবাড়িয়া

Barisalpedia থেকে

আঠারো শতকের প্রথমদিকে কলকাতার জমিদার রাজা দিগম্বরের নায়েব কালীপ্রসন্ন দাস সোনাখালি জমিদারবাড়ি প্রতিষ্ঠা করেন। মঠবাড়িয়ার সোনাখালি বাজারের পূর্বপার্শ্বে সোনাখালি জমিদারবাড়ির অব¯া’ন। পিরোজপুরের ঐতিহাসিক নিদর্শনসমূহের মধ্যে এই জমিবাড়ি বিশেষ স্থান অধিকার করে আছে বলে প্রতীয়মান। নিঃসন্তান কালীপ্রসন্ন তার পোষ্যপুত্রকে এই জমিদারির উত্তরাধিকারী নির্বাচন করেন । পরবর্তী সময়ে নতুন জমিদার বিহারী বারুইয়ার জেষ্ঠ্যপুত্র সন্তোষকুমারের নামে কালীপ্রসন্ন প্রতিষ্ঠিত অট্টলিকাসমূহ পরিচিত লাভ করে। প্রায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া জমিদারবাড়ির সম্মুখভাগে রয়েছে প্রকান্ড দীঘি আর শান বাধানো ঘাট । জমিদারবাড়ির এই দীঘি নিয়ে এই এলাকায় বেশ কিছু কিংবদন্তী প্রচলিত।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।