সৈয়দ মাহবুবুর রহমান

Barisalpedia থেকে

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সচিব। পিতা: সৈয়দ আলতাফুর রহমান। জন্ম: ১৯১০ সাল। মৃত্যু: ৭ জুন ১৯৯৭। গ্রাম: বাটামারা, থানা: বোরহানউদ্দিন, জেলা: ভোলা।

শিক্ষাজীবন

১৯১০ সালে ভোলার বাটামারা দারোগা বাড়িতে সৈয়দ মাহবুবুর রহমানের জন্ম। তিনি কোলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে ইতিহাসে অনার্সসহ বি.এ. পাশ করেন। তিনি এম. এ. তে ভর্তি হয়েছিলেন কিন্তু পরীক্ষা দেননি। পরে তিনি আইনে ভর্তি হন এবং প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করেন। ১৯৪২ সালে মুন্সেফ হিসেবে সরকারি চাকুরিতে যোগ দেন।

কর্মজীবন

যুক্তফ্রন্টের সময ১৯৫৬-৫৭ সালে প্রধানমন্ত্রী আবু হোসেন সরকার-এর প্রাইভেট সেক্রেটারি ছিলেন। ১৯৫৮ সালে করাচিতে আইন বিভাগের ডেপুটি সেক্রেটারি ছিলেন। পরবর্তী পর্যায়ে পূর্ব পাকিস্তান হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদেরও তিনি সচিব ছিলেন।

পারিবারিক জীবন

১৯৪৩ সালে সৈয়দ মাহবুবুর রহমান শেরে বাংলার নাতনী রাজিয়া বানুকে বিয়ে করেন। মিসেস রাজিয়া বানু কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজের ছাত্র এবং সে সময়ের গ্রাজুয়েট। মিসেস রাজিয়া বানু যুক্তফ্রন্ট আমলে পার্লামেন্ট মেম্বার ছিলেন। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সঙ্গেও জড়িত ছিলেন। সৈয়দ মাহবুবুর রহমান পারিবারিকভাবে নগর মিয়া নামেই পরিচিত ছিল।

মৃত্যু

৭ জুন ১৯৯৭ সালে তিনি মৃত্যু বরণ করেন।


তথ্যসূত্র: রুসেলি রহমান চৌধুরী। বরিশালের প্রয়াত গুণীজন। ইউনিভার্সিটি বুক পাবলিশার্স, ঢাকা। ২০০৬।