সৈয়দ ফকির

Barisalpedia থেকে

মোগল আমলে হজরত সৈয়দ ফকির নামে একজন পীর আরব দেশ থেকে বণিকদের সাথে চট্টগ্রাম বন্দরে আসেন। সৈয়দ ফকির বাকলা-চন্দ্রদ্বীপের সুখ্যাতি শুনে এ অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করার সিদ্ধান্ত নেন। চট্টগ্রাম থেকে তিনি নৌপথে বাকলায় আসেন।

তখন বানারীপাড়ার অধিকাংশ এলাকা সুন্দরবনে আবৃত ছিল। হজরত সৈয়দ ফকির এ অঞ্চলের এক জঙ্গলে আরাধনা শুরু করেন। তার গুণে মুগ্ধ হয়ে শত শত শিষ্য জঙ্গল পরিষ্কার করে বসতি স্থাপন করেন। সৈয়দ ফকিরের নাম অনুসারে নতুন জনপদের নাম হলো সৈয়দকাঠি। তিনি একজন বিখ্যাত দরবেশ ছিলেন। তিনি অত্যন্ত সাধারণভাবে জীবন যাপন করতেন। তিনি সৈয়দকাঠিতে এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন। তার নির্মিত মসজিদ হতে গ্রামের নাম মসজিদবাড়ী হয়েছে।

পানীয়জলের কষ্ট নিবারণের জন্য তিনি কয়েকটি দীঘি খনন করেন। ১৯০৩ খ্রিঃ জরিপের বিবরণে দেখা যায় সৈয়দ ফকির প্রথম এ অঞ্চল আবাদ করেন। তার বংশধর সৈয়দ আবু মোহাম্মদ ও সৈয়দ ক্রোশের নামে লাখেরাজ সম্পত্তি ছিল। ইংরেজ রাজত্বের প্রথম দিকে জনৈক লক্ষ্মীকান্ত তাদের সৈয়দকাঠি থেকে তাড়িয়ে দেয় এবং জমিদারী কেড়ে নেয়। সৈয়দ ফকিরের বংশধররা টাঙ্গুখাঁর আশ্রয়ে লবণসরা গ্রামে বসতি স্থাপন করেন। সৈয়দ আবদুল হাকিম তার শিষ্য মুছা-মাছিমের নামে লাখেরাজ সম্পত্তি ভোগ করতেন। লবণসরার সৈয়দ পরিবার সৈয়দ ফকিরের বংশধর।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।