সৈয়দ আবদুল মান্নান

Barisalpedia থেকে

লেখক ও সাংবাদিক সৈয়দ আবদুল মান্নান [১৯১৪-১৯৮০] ঝালকাঠি থানার চাচইর গ্রামে ১৯১৪ খ্রীষ্টাব্দের জুলাই মাসে জন্মগ্রহণ করেন। পিতার নাম মৌলভী সৈয়দ আবদুর রাজ্জাক ও মাতার নাম সফুরা বেগম। সাংসারিক অসচ্ছলতার দরুন ১৯৩১ খ্রীষ্টাব্দে প্রবেশিকা পাসের পর শিক্ষা জীবনে আর অগ্রসর হইতে পারেন নাই। বরিশাল জেলা বোর্ডে ১৯৩৫ সালে প্রথম চাকুরী গ্রহণ করেন। ১৯৩৬ সালে বরিশাল কালেক্টরীতে যোগদান করেন। পরে তিনি খুলনা কালেক্টরীতে বদলি হন। ১৯৪৫ সালে কালেক্টরীর চাকুরী ইস্তফা দিয়া কলিকাতায় চলিয়া যান এবং মরহুম ফজলুল হক সাহেবের ‘নবযুগ’ পত্রিকায় যোগদান করেন। ক্রমে কলিকাতায় তিনি আজাদ, ইত্তেফাক ও সওগাত পত্রিকায় সম্পাদকীয় বিভাগে কাজ করেন। পূর্ব পাকিস্তানে আসার পর তিনি তিনি ১৯৫০ হইতে ১৯৫১ পর্যন্ত দৈনিক সংবাদে ছিলেন। ১৯৫৮ সালে তিনি সরকারের তথ্য বিভাগে যোগদান করেন। ১৯৭৩ সালে অবসর গ্রহণ করেন। মৃত্যু-২৩-৮-১৯৮০।

সৈয়দ আবদুল মান্নানের গ্রন্থ : বনের ফুল (১৯৩৬), তাপস কাহিনী (১৯৪০), আসরারে খুদী (১৯৪৫), আবু বকর সিদ্দীক (১৯৪৬), মহাকবি ইকবাল (১৯৪৬), কায়েদে আজম (১৯৫৪৫), গুলেবকাওলী (১৯৫৩), এক যে ছিলো সওদাগর (১৯৫৩), যেমন কর্ম তেমন ফল (১৯৫৫), সোনালী যুগের কাহিনী (১৯৫৬), বেনজামিন ফ্রাঙ্কলিন (১৯৫৬), অভিযাত্রী মার্কোপোলো (১৯৫৭), ইকবালের শিক্ষা দর্শন (১৯৫৮), স্বপ্ন যাদের সফল হলো (১৯৫৮), পাকিস্তানের ঐতিহাসিক পটভুমিকা (১৯৫৯), হযরত ইউসুফ (১৯৬২), ইসলাম পরিচিতি (১৯৬৩), ইসলামী সমাজ গঠনে নারীর দায়িত্ব (১৯৬৩), সংঘাতের মুখে ইসলাম (১৯৬৩), শেষ প্রান্তর (১৯৬৩), নবীদের কিস্্সা (১৯৬৩), ইসলাম ও আধুনিক চিন্তাধারা (১৯৬৩), মরণজয়ী (১৯৬৪), খুনরাঙা পথ (১৯৬৫), ভেঙে গেলো তলোয়ার (১৯৬৫), দক্ষিণ আফ্রিকা (১৯৬৭), ইসলামে মুক্তপন্থা (১৯৬৯), বালাকোটের শহীদ শাহ মুহম্মদ ইসমাইল (১৯৭০), রাষ্ট্রতত্ত্বের ইতিহাস (১৯৭৩) প্রভৃতি।



তথ্যসূত্র: বাকেরগঞ্জ জেলার ইতিহাস (সাইফ উদ্দিন সম্পাদিত)