সৈজদ্দিন উকিল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:২৪, ২১ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("সৈজদ্দিন উকিল উনিশ শতকের মধ্যভাগে বাবুগঞ্জ থানার আগরপুর..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

সৈজদ্দিন উকিল উনিশ শতকের মধ্যভাগে বাবুগঞ্জ থানার আগরপুর মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী কাজী সাবেরউদ্দিন। তিনি আইন পাস করে বরিশাল বারে যোগ দেন। তিনি বরিশালের রাজনৈতিক সংগঠন জনসাধারণ সভার সদস্য ছিলেন। ১৮৮৫ খৃৃস্টাব্দে কংগ্রেসের জন্ম। ১৮৮৭ খৃৃস্টাব্দে মাদ্রাজে অল ইন্ডিয়া কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে উকিল সৈজদ্দিন অশ্বিনী কুমার দত্তের সাথে যোগ দেন। তিনি একজন কংগ্রেস নেতা ছিলেন। ১৯০৮ খৃৃস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।