সূর্যমণির সূর্যমূতি

Barisalpedia থেকে

বানারীপাড়ায় প্রাপ্ত সূর্যমণির সূর্যমূর্তিটি নবম শতকের। বানারীপাড়া থানার বেতাল গ্রামে সূর্যমণি অবস্থিত। সূর্যমূর্তিটি তিন ফুট উঁচু। কষ্টি পাথরের সূর্যমূর্তির সাথে স্ত্রী ছায়া, পুত্র শনি ও কন্যা সংজ্ঞার মূর্তি আছে। সূর্যের সাথে নারায়ণের মূর্তিও আছে। বেতাল গ্রামের সরকারদের পূর্বপুরুষ হালচাষ করার সময় মূর্তিটি মাটির নিচে পায়। খুব সম্ভব মূর্তিটি পূর্বে বাউফল থানার সূর্যমণি গ্রামে ছিল। কন্দর্প নারায়ণ বাকলা থেকে রাজধানী স্থানান্তরিত করার সময় সেবায়েতগণ মূর্তিটি বানারীপাড়ায় নিয়ে আসে। পরে প্রাকৃতিক বা রাজনৈতিক কারণে মূর্তিটি মাটির নিচে চাপা পড়ে যায়। সূর্য মূর্তিটিকে কেন্দ্র করে বেতাল গ্রামে প্রত্যেক বছর তিন দিনব্যাপী বিরাট মেলা বসে। এ মেলা সূর্যমণির মেলা নামে পরিচিত। ১৯৭১ খ্রিঃ মূর্তিটি চুরি হয়ে যায়। ১৯৭৭ খ্রিঃ পুলিশ মূর্তিটি চোরাকারবারীদের নিকট থেকে উদ্ধার করে। বর্তমানে মূর্তিটি ঢাকা জাদুঘরে আছে



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।