সুরেন্দ্রনাথ সেন

Barisalpedia থেকে

সুরেন্দ্রনাথ সেন খ্যাতনামা ঐতিহাসিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘আশুতোষ অধ্যাপক’। তিনি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামে ২৯ জুলাই ১৮৯০ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মথুরানাথ সেন। তাঁর মৃত্যু ৩০ অক্টোবর ১৯৬২।

বাটাজোড় হাই স্কুল থেকে এন্ট্রান্স ও তৃতীয় বিভাগে এফ. এ. পাশ করেন। অন্য কোনো উন্নতির আশা না দেখে ব্রজমোহন স্কুলে শিক্ষকতায় ব্রতী হন। ৩বছর পরে পুনরায় পড়া শুরু করে অনার্সসহ বি.এ. এবং ২বছর পর প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়ে এম.এ. পাশ করেন। মারাঠি ভাষা শিখে মহারাষ্ট্রীয় ইতিহাসের গবেষণায় তিনি ১৯১৭ খৃস্টাব্দে পি.আর.এস. বৃত্তি এবং ১৯২২ খৃস্টাব্দে মহারাষ্ট্রীয় শাসনব্যবস্থা গবেষণায় পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। এক বছর জব্বলপুর কলেজে ইংরেজি ও ইতিহাসের অধ্যাপক, পরের বছর(১৯১৭) কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারার ও ১৪ বছর পর ‘আশুতোষ অধ্যাপক’ হন। ১৯৩৯-৪৯ খৃস্টাব্দে দিলি¬তে ন্যাশনাল আর্কাইভস-এ ছিলেন। অবসর নিয়ে দিলি¬ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরের বছর ভাইস-চ্যান্সেলর হন। তিন বছর পর অবসর নিয়ে বাংলায় আসেন। পুনা ভারত ইতিহাস সংশোধকমন্ডল, ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস, হিসটরিক্যাল রেকর্ডস কমিশন ও অ্যাকলুইড সোসাইটির সদস্য এবং বিদেশি ইংল্যান্ডীয় হিসটরিক্যাল সোসাইটি, ফ্রান্সের Ecole Francaise D. Extrem Orient ও Historique et Heraldique-এর করেসপন্ডিং মেম্বার ছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি.লিট. উপাধি দেয়। তাঁর রচিত গ্রন্থ বাংলায় ৭টি ও ইংরেজিতে ১১টি। তার মধ্যে ‘অশোক’, ‘পেশোয়াদিগের রাষ্ট্রশাসন পদ্ধতি’, ‘Shiva Chatrapati’ প্রসিদ্ধ। পোর্তুগালের এভোরা নগরে রক্ষিত বাংলা গদ্য সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’-এর মূল পান্ডুলিপিখানা নকল করে আনা তাঁর অপর প্রসংশনীয় কাজ। এটি ‘উপাসনা’ পত্রিকায় প্রকাশিত হয়


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান