সুনীলবিহারী সেনশর্মা

Barisalpedia থেকে

বিশিষ্ট ভূতত্ত্ববিদ সুনীলবিহারী সেনশর্মার (১৫.৫.১৯৩৩ - ১.১১.২০০৩) জন্ম পিরোজপুরে। পিতা কুমুদবিহারী; মাতা লাবণ্যপ্রভা।

সুনীলবিহারী পিরোজপুর আদর্শ হিন্দু বিদ্যালয় থেকে ১৯৪৮ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করেন। কলেজের শিক্ষা কলকাতার প্রেসিডেন্সি কলেজে। ১৯৫৪ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জিয়োলজিতে কৃতিত্বের সঙ্গে এম.এ. পাশ করেন। ভূতত্ত্ববিদ হিসেবে তাঁর কর্মজীন শুরু চেরাপুঞ্জিতে আসাম সিমেন্টে। সাময়িকভাবে কিছুদিন আশুতোষ কলেজে অধ্যাপনা করেছেন। এরপর রাজস্থানের আজমীরে ইন্ডিয়ান বুরো অফ মাইন্স-এর সঙ্গে যুক্ত হন। এখানে দু-বছর কাজ করার পর জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যোগ দিয়ে ১৯৯১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানের ডিরেক্টরপদ থেকে অবসরগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং জিয়োলজিতে তাঁর বিশেষ দক্ষতা ছিল। কর্মসূত্রে নেফা, মিজোরাম, লাদাক প্রভৃতি স্থানের নানা দুর্গম অঞ্চলে গিয়েছেন। জি.এস.আই-এর অধিকর্তা হিসেবে শ্রীলঙ্কা ও আফগানিস্থানে বাঁধ নির্মাণ প্রকল্পে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ভারতের ভাকরা নাঙ্গাল, জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্প, ফারাক্কা বাঁধ প্রকল্প, সুবর্ণরেখা বাঁধ, চন্দন বাঁধ, ভুটানের চুখা বাঁধ ও দার্জিলিং-এ ধস নিয়েও কাজ করেছেন। বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবন্টন সংক্রান্ত কাজেও তিনি যুক্ত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে জিয়োলজি পড়াতেন। গবেষণারত ছাত্রদের নির্দেশক হিসেবেও কাজ করেছেন। বহু পত্রপত্রিকায় নিজের বিষয়ভিত্তিক ও নানা ধরনের বিষয় নিয়ে নানান রচনা বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। এশিয়াটিক সোসাইটির পদার্থবিজ্ঞান বিভাগের আজীবন সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গ সিটিজেন ফোরাম, ক্রেসিডা, ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপলস্ মুভমেন্ট (এন.এ.পি.এম.) প্রভৃতি প্রতিষ্ঠানের সঙ্গে তার সক্রিয় যোগাযোগ ছিল। তাঁর সামাজিক সচেতনতা তাঁকে ছাত্র-অবস্থাতেই বামপন্থার সংস্পর্শে আনে এবং পরবর্তীকালে অনেক বিপদ অগ্রাহ্য করে তিনি তার আদর্শের জন্য কাজ করে গেছেন। রচিত গ্রন্থ: ‘ছায়াবৃতা’, ‘ফারাক্কা- এ গার্ডিয়ান নট: প্রবলেমস্ অন শেয়ারিং গঙ্গা ওয়াটার’, ‘ম্যালেরিয়া মহামারীর উৎস সন্ধানে রাজা দিগম্বর মিত্র’, ‘দি ইকোলজি অ্যান্ড দি এপিডেমিক: এ স্টাডি অন নাইনটিন্থ সেঞ্চুরি কনট্রোভারসি’, ‘কৌটিল্যস অর্থশাস্ত্র ইন দি লাইট অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি’, ‘সারফেস ওয়াটার রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যান্ড ড্যাম্স অফ ইন্ডিয়া’ (এল. ঘোষের সঙ্গে)। ‘ডাইরেকশন অফ দি পায়োনিয়ারিং রিসার্চ ওয়ার্কস অফ দি জার্নালস অফ দি এশিয়াটিক সোসাইটি অন জিয়োলজি অ্যান্ড ফিজিক্স’ সংকলন গ্রন্থটির তিনি অন্যতম সম্পাদক ছিলেন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান