সুধীর ‍কুমার দাশগুপ্ত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৩১, ১৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("সুধীরকুমার দাশগুপ্ত স্কটিশ চার্চ কলেজের বাংলার অধ্যাপক..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

সুধীরকুমার দাশগুপ্ত স্কটিশ চার্চ কলেজের বাংলার অধ্যাপক বাংলা ভাষায় অলংকারশাস্ত্র ও সাহিত্যতত্ত্ব আলোচনায় অন্যতম পথিকৃৎ। তিনি বরিশালের মাহিলাড়ায় ১৫ জুন ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেন। তাঁর মৃত্যু তারিখ ১৪ মার্চ ১৯৫৬।

তাঁর পিতা গঙ্গাচরণ দাশগুপ্ত। সুধীরকুমার দাশগুপ্ত ১৯১১ খৃস্টাব্দে পটুয়াখালি জুবিলি হাইস্কুল থেকে ডিস্ট্রিক্ট স্কলারশিপসহ ম্যাট্রিক, বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আই.এ. এবং ১৯১৬ খৃস্টাব্দে কলকাতার সিটি কলেজ থেকে বি.এ. পাশ করেন। ছাত্রজীবনে বিপ্ল¬বী যুগান্তর দলে যোগ দেন। বি.এ. পরীক্ষা দেওয়ার সময়ই নদিয়া জেলার শিবপুর ডাকাতি মামলায় অভিযুক্ত হন এবং ১৯১৬ থেকে ১৯১৯ পর্যন্ত কারারুদ্ধ থাকেন। পরে গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। ১৯২৫ খৃস্টাব্দে নন-কলেজিয়েট ছাত্র হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলায় এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করেন। দার্জিলিং ল্যাংগুয়েজ স্কুলে কিছুদিন শিক্ষকতার পর ১৯২৬ খৃস্টাব্দে কলকাতার স্কটিশ চার্চ কলেজে বাংলার অধ্যাপক হিসাবে যোগ দেন। ১৯৩৪ খৃস্টাব্দ থেকে আমৃত্যু তিনি সেখানে বাংলার বিভাগীয় প্রধান ছিলেন। ১৯৪১ খৃস্টাব্দে থেকে পার্ট টাইম লেকচারার হিসাবে কলকাতা বিশ্ববিদ্যা য়ে পড়িয়েছেন। ভারতীয় অলংকারশাস্ত্র ও কাব্যতত্ত্ব নিয়ে গবেষণা করে ১৯৪৭ খৃস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। রচিত গ্রন্থ: ‘কাব্যলোক’, ‘কাব্যপ্রদীপ’, ‘কাব্যশ্রী’, ‘গল্পে উপনিষদ’, ‘আমাদের পরিচয়’, ‘বাণীদীপ’ প্রভৃতি


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান