"সুধীর কুমার চক্রবর্তী, এডভোকেট"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("জন্ম শ্যামপুর, বাকেরগঞ্জ। তিনি বিএ বিএল পাস করে বরিশাল বা..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১২:২৮, ২৪ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

জন্ম শ্যামপুর, বাকেরগঞ্জ। তিনি বিএ বিএল পাস করে বরিশাল বারে যোগ দেন। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ১৯৭১ সালের ১২ আগস্ট পাকবাহিনী তাকে গ্রেফতার করে। তাঁর সাথে মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ চন্দ্র দাসকে পাকসেনারা গুলি করে হত্যা করার জন্য সাগরদির নিকট নদীর তীরে নিয়ে যায়। ১৩ আগস্ট পাকসেনারা এডভোকেট সুধীর কুমার চক্রবর্তীকে হত্যা করে। গুলি করার সময় গৌরাঙ্গ নদীতে ঝাঁপ দিয়ে পরে বেঁচে যান।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।