"সুখরঞ্জন সমদ্দার"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("সুখরঞ্জন সমদ্দার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভ..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

০২:২৮, ১৫ এপ্রিল ২০১৯ তারিখের সংস্করণ

সুখরঞ্জন সমদ্দার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক এবং একজন শহীদ বুদ্ধিজীবী। তিনি ১৫ জানুয়ারি ১৯৩৮ সালে বরিশালের বানারীপাড়ায় জন্মগ্রহণ করেন। মৃত্যু তারিখ ১৪ এপ্রিল ১৯৭১।


পিতা কার্তিকচন্দ্র সমদ্দার। তিনি বাইশারী স্কুল থেকে ম্যাট্রিক, বরিশাল বি.এম কলেজ থেকে আই.এ. এবং সংস্কৃতে অনার্স নিয়ে বি.এ. পাশ করেন। প্রথমে গোপালগঞ্জ কলেজে ও পরে রাজশাহি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। পূর্ববাংলার মুক্তিযুদ্ধকালে পাক সামরিক বিভাগের নিয়োজিত আল-বদর বাহিনীর হাতে অন্যান্য বুদ্ধিজীবীদের মতো নির্মমভাবে নিহত হন। [১৫২]


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান