"সীতানাথ সিদ্ধান্তবাগীশ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("সীতানাথ সিদ্ধান্তবাগীশ লেখক ও সংস্কৃত সাহিত্যের অধ্যাপ..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০১:১৮, ১৫ এপ্রিল ২০১৯ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

সীতানাথ সিদ্ধান্তবাগীশ লেখক ও সংস্কৃত সাহিত্যের অধ্যাপক ছিলেন। তাঁর জন্ম গৌরনদীর চাঁদসীতে ১২৮০ বঙ্গাব্দে এবং মৃত্যু ১৩৫৫ বঙ্গাব্দে। তাঁর পিতার নাম কালীকান্ত ভট্টাচার্য।

সীতানাথ সিদ্ধান্তবাগীশ চট্টগ্রামের ‘জগৎপুর আশ্রম’ চতুষ্পাঠীতে দীর্ঘকাল অধ্যাপনা করে দুবার সরকার থেকে পুরস্কৃত হন। ১৩০০ বঙ্গাব্দে স্বগ্রামে ‘পুরুষোত্তম চতুষ্পাঠী’ স্থাপন করেন। ১৩৩৮বঙ্গাব্দে সংস্কৃত সাহিত্য পরিষদের টোলবিভাগে আচার্যপদে বৃত হন। মৃত্যুর দিন পর্যন্ত ‘আর্য বিদ্যালয়’ এর অধ্যাপক ছিলেন। তাঁর সংকলিত কলাপ ব্যাকরণের ‘চতুষ্টয়বৃতি’ গ্রন্থ একটি মৌলিক রচনা। বহু গ্রন্থের তিনি লেখক ও সম্পাদক। ‘সংস্কৃত মহাম-ল’ ও ‘সংস্কৃত পদ্যগোষ্ঠী’র সহসভাপতি ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান