সিরাজ শিকদার বাহিনী

Barisalpedia থেকে

পূর্ব পাকিস্তান শ্রমিক আন্দোলনের নেতা সিরাজ শিকদার পাকহানাদারদের বিরুদ্ধে একটি বাহিনী গঠন করেন। জনতা এদেরকে সিরজ শিকদার বাহিনী বলতো। প্রথমে ঝালকাঠির পালবাড়িতে এই বাহিনীর ক্যাম্প গঠিত হয়। ক্যাম্পের দায়িত্বে ছিলেন পাথরঘাটার সেলিম শাহ নেওয়াজ। তিনি ঝালকাঠি কলেজের ছাত্র ছিলেন। ঝালকাঠি শহরের পতনের পর সিরাজ সিকদার তার ক্যাম্প কীর্তিপাশায় নিয়ে যান। সিরাজ শিকদার ছদ্মনাম ধারণ করেন। তার নাম হলো ‘সালাম’। পাকবাহিনী কীর্তিপাশা আক্রমণ করলে সিরাজ শিককদার তার ক্য্যাম্প বিভক্ত করে মাদ্রা, শতদশকাটি, আতা ও ভীমরুলি গ্রামে পৃথক ক্যাম্প প্রতিষ্ঠা করেন। নিজে আতা ক্যাম্পে ছিলেন। তাঁর দলে ছিলেন সেলিম শাহ নেওয়াজ, হুমায়ুন কবীর, রেজায়ে সাত্তার ফারুক, ফিরোজ কবীর, মুজবুল হক মেহেদী, বিপ্লব, আসাদ, ফারুক, মজিদ, মিলু, আনোয়ার প্রমুখ। এ দল বোমা তৈরি করতে পারত। পরে এ বাহিনী সারা দেশে ছড়িয়ে পড়ে।

তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫