"সিদ্ধকাঠির জমিদার পরিবার"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("নলছিটির কিয়দংশ জুড়ে বিস্তৃত শাহাজাদপুর পরগণার জমিদার..." দিয়ে পাতা তৈরি)
 
১ নং লাইন: ১ নং লাইন:
নলছিটির কিয়দংশ জুড়ে বিস্তৃত শাহাজাদপুর পরগণার জমিদার ছিলেন সিদ্ধকাঠির চৌধুরীরা। তারা বৈদ্যবংশীয়। তাদের পূর্ব পুরুষ রমাকান্ত খুলনার মূলঘর হতে সিদ্ধকাঠিতে বসতি স্থাপন করেন। তার প্রপৌত্র চন্দ্র শেখর মগ জলদ্যসুদের বিরুদ্ধে যুদ্ধ করে খ্যাতি অর্জন করেন। এ বংশের মথুরানাথ একজন প্রজা বৎসল জমিদার ছিলেন। তার পুত্র গিরিজা প্রসন্ন কলকাতা হাইকোর্টের আইনজীবি ছিলেন। গিরিজা প্রসন্ন প্লেগ রোগে ১৮৯৮ খৃৃস্টাব্দে মারা যান।  
+
নলছিটির কিয়দংশ জুড়ে বিস্তৃত শাহাজাদপুর পরগণার জমিদার ছিলেন সিদ্ধকাঠির চৌধুরীরা। তারা বৈদ্যবংশীয়। তাদের পূর্ব পুরুষ রমাকান্ত খুলনার মূলঘর হতে সিদ্ধকাঠিতে বসতি স্থাপন করেন। তার প্রপৌত্র চন্দ্র শেখর মগ জলদ্যসুদের বিরুদ্ধে যুদ্ধ করে খ্যাতি অর্জন করেন। এ বংশের মথুরানাথ একজন প্রজা বৎসল জমিদার ছিলেন। তার পুত্র গিরিজা প্রসন্নরায়চৌধুরী  ্লএকজন কীর্তিমান লেখক ও হাইকোর্টের আইনজীবি ছিলেন। গিরিজা প্রসন্ন প্লেগ রোগে ১৮৯৮ খৃৃস্টাব্দে মারা যান। এটি কবি কামিনী রায়ের শ্বশুর বাড়িও।
  
  
 
== বংশতালিকা ==
 
== বংশতালিকা ==
  
রমাকান্ত রায় চৌধুরীর পুত্র কামদেব, তার পুত্র রামগোবিন্দ, তার তিন পুত্র চন্দ্র শেখর, মনিরাম ও জয় চন্দ্র; মনিরামের তিন পুত্র নন্দ দুলাল, মদনমোহন ও গৌরি কিংকর; নন্দ দুলালের পুত্র দুর্গাগতি; দুর্গাগতির দুই পুত্র দ্বারকানাথ ও মথুরানাথ; দ্বারকানাথের পুত্র চিন্তাহরণ, তার পুত্র কুলদা চরণ; মথুরানাথের চার পুত্র গিরিজা প্রসন্ন, তারা প্রসন্ন, জগৎ প্রসন্ন ও দুর্গা প্রসন্ন; গিরিজা প্রসন্নর পুত্র নগেন্দ্র, তারা প্রসন্নর পুত্র সুরেন্দ্র, জগৎ প্রসন্নর পুত্র ধীরেন্দ্র, দুর্গা প্রসন্নর জ্ঞানেন্দ্র।
+
রমাকান্ত রায় চৌধুরীর পুত্র কামদেব, তার পুত্র রামগোবিন্দ, তার তিন পুত্র চন্দ্র শেখর, মনিরাম ও জয় চন্দ্র; মনিরামের তিন পুত্র নন্দ দুলাল, মদনমোহন ও গৌরি কিংকর; নন্দ দুলালের পুত্র দুর্গাগতি; দুর্গাগতির দুই পুত্র দ্বারকানাথ ও মথুরানাথ; দ্বারকানাথের পুত্র চিন্তাহরণ, তার পুত্র কুলদা চরণ; মথুরানাথের চার পুত্র গিরিজা প্রসন্ন, তারা প্রসন্ন, জগৎ প্রসন্ন ও দুর্গা প্রসন্ন; গিরিজা প্রসন্নর পুত্র নগেন্দ্র, তারা প্রসন্নর পুত্র সুরেন্দ্র, জগৎ প্রসন্নর পুত্র ধীরেন্দ্র, দুর্গা প্রসন্নর জ্ঞানেন্দ্র।  
 +
 
 +
 
 +
 
 +
সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয় (১৮৮২) জমিদার জগৎপ্রসন্ন রায় চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে এখনো স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে।
  
 
----
 
----
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।
+
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। উইকিপিডিয়া

১১:৪৩, ১ জানুয়ারি ২০২৪ তারিখের সংস্করণ

নলছিটির কিয়দংশ জুড়ে বিস্তৃত শাহাজাদপুর পরগণার জমিদার ছিলেন সিদ্ধকাঠির চৌধুরীরা। তারা বৈদ্যবংশীয়। তাদের পূর্ব পুরুষ রমাকান্ত খুলনার মূলঘর হতে সিদ্ধকাঠিতে বসতি স্থাপন করেন। তার প্রপৌত্র চন্দ্র শেখর মগ জলদ্যসুদের বিরুদ্ধে যুদ্ধ করে খ্যাতি অর্জন করেন। এ বংশের মথুরানাথ একজন প্রজা বৎসল জমিদার ছিলেন। তার পুত্র গিরিজা প্রসন্নরায়চৌধুরী ্লএকজন কীর্তিমান লেখক ও হাইকোর্টের আইনজীবি ছিলেন। গিরিজা প্রসন্ন প্লেগ রোগে ১৮৯৮ খৃৃস্টাব্দে মারা যান। এটি কবি কামিনী রায়ের শ্বশুর বাড়িও।


বংশতালিকা

রমাকান্ত রায় চৌধুরীর পুত্র কামদেব, তার পুত্র রামগোবিন্দ, তার তিন পুত্র চন্দ্র শেখর, মনিরাম ও জয় চন্দ্র; মনিরামের তিন পুত্র নন্দ দুলাল, মদনমোহন ও গৌরি কিংকর; নন্দ দুলালের পুত্র দুর্গাগতি; দুর্গাগতির দুই পুত্র দ্বারকানাথ ও মথুরানাথ; দ্বারকানাথের পুত্র চিন্তাহরণ, তার পুত্র কুলদা চরণ; মথুরানাথের চার পুত্র গিরিজা প্রসন্ন, তারা প্রসন্ন, জগৎ প্রসন্ন ও দুর্গা প্রসন্ন; গিরিজা প্রসন্নর পুত্র নগেন্দ্র, তারা প্রসন্নর পুত্র সুরেন্দ্র, জগৎ প্রসন্নর পুত্র ধীরেন্দ্র, দুর্গা প্রসন্নর জ্ঞানেন্দ্র।


সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয় (১৮৮২) জমিদার জগৎপ্রসন্ন রায় চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে এখনো স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। উইকিপিডিয়া