সিদ্দিকুর রহমান, কমান্ডার

Barisalpedia থেকে

মুক্তিযোদ্ধা কমান্ডার। সিদ্দিকুর রহমান ১৯৫১ সালে বরগুনা থানার রোডপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নলী মাধ্যমিক বিদ্যালয় থেকে মেট্রিক, পটুয়াখালী কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। তিনি ১৯৭০-৭১ সালে বরগুনা ছাত্রলীগ সভাপতি ছিলেন। তিনি এমএনএ আসমত আলী সিকদারের সাথে বরগুনায় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। ১৯৭১ সালে বরগুনা মহকুমায় তিনি রাজাকার ও শান্তিকমিটির নেতাদের প্রতিহত করেন। তিনি একদল মুক্তিযোদ্ধা নিয়ে সুন্দরবন হয়ে ভারতে গমন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যা জেলহত্যার প্রতিবাদে বরগুনার তৎকালীন এসডিও সিরাজ উদ্দীন আহমেদ বরগুনায় প্রতিরোধ গড়ে তুললে তিনি রক্ষীবাহিনরি সাথে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। পরে মোশতাক-জিয়া সরকার তাকে গ্রেফতার করে দীর্ঘদিন বন্দি রাখে। ১৯৭৯ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি বরগুনা-বেতাগী থেকে এমপি নির্বাচিত হন। ১৯৮৬ সালের ২৯ জুন রাত ১১ টায় ঢাকা পিজি হাসপাতালে তিনি অকালে প্রাণত্যাগ করেন। তাকে বরগুনায় গণকবরের পাশে দাফন করা হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।