"সারথি"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("১৯৩১ সালে ননীভূষণ দাশগুপ্তের স¤পাদনায় বরিশাল থেকে সাপ্..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১১:২১, ১৮ অক্টোবর ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

১৯৩১ সালে ননীভূষণ দাশগুপ্তের স¤পাদনায় বরিশাল থেকে সাপ্তাহিক ‘সারথি’ প্রকাশিত হয়। এ স¤পর্কে ১৩৩৮ বাংলা সনের শ্রাবণ সংখ্যা ‘ব্রহ্মবাদী’ পত্রিকায় লেখা হয়েছে: ‘শ্রাবণের প্রথম হইতে ‘সারথি’ নামে একখানি সাপ্তাহিক সংবাদপত্র অভ্যুদয় প্রেস হইতে বাহির হইতেছে। ইহার বার্ষিক মূল্য ৩ টাকা। নগদ মূল্য ২ আনা। আকার, আয়তন ও মুদ্রাঙ্কন বরিশালের হিসাবে সুশোভন। স¤পাদক বাবু ননীভূষণ দাশগুপ্ত। দুই সংখ্যা মাত্র প্রাপ্ত হইয়াছি সুতরাং এত অল্পদিনে আর কিছু বলা কর্ত্তব্য নহে। সারথির সম্মুখের পথ সুগম ও শুভজনক হউক ইহাই কামনা।’ যতদূর জানা যায়, এ সাপ্তাহিক পত্রিকাটি দীর্ঘস্থায়ী হয়নি।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।