"সাদারল্যান্ড"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("পূর্ণ নাম এইচ. সি. সাদারল্যান্ড। ১৮৬৫-১৮৬৮ মেয়াদে বাকেরগ..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১০:৪৮, ৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

পূর্ণ নাম এইচ. সি. সাদারল্যান্ড। ১৮৬৫-১৮৬৮ মেয়াদে বাকেরগঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেট ছিলেন। তিনি বাকেরগঞ্জের ইতিহাসের প্রথম দিকের একজন লেখক। তিনি ১৮৬৫ খ্রিষ্টাব্দে বাকেরগঞ্জ সম্পর্কে Report on the History and Statistics on the District of Bakarganj নামক একটি প্রতিবেদন তৈরি করেন। এ প্রতিবেদনে তিনি জেলার মুসলমানদের চরিত্র সম্পর্কে কঠোর সমালোচনা করেছেন। তিনি লিখেছেন: ‘মুসলমানগণ তাদের সম্প্রদায়ের মধ্যে নিকৃষ্টতম, তারা অজ্ঞতা ও কুসংস্কারে আচ্ছন্ন, তারা মামলাবাজ, ভীষণভাবে চরিত্রহীন এবং সহজে রাগান্বিত হয়। বাংলাদেশে কোন জেলা নেই যেখানে জীবন খুবই সস্তা, সামান্য কারণে এখানে খুন করা হয়। সাদারল্যান্ডের বিবরণে বাকেরগঞ্জ জেলার ভূ-প্রকৃতি, জনসংখ্যা, শাসন, শিক্ষা, রাজস্ব, যাতায়াত, উৎপাদন প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে।



তথ্য উৎস: ১. তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।