সাত-সতেরো

Barisalpedia থেকে

১৯৪৫-এ অধ্যাপক সুধাংশু কুমার রায়চৌধুরী ও শামসুদ্দীন আবুল কালামের স¤পাদনায় ত্রৈমাসিক ‘সাত-সতেরো’ প্রকাশিত হয়। পত্রিকাটি তৎকালীন তরুণ সাহিত্যামোদীদের মনে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়। পত্রিকাটিতে চমৎকার সব আধুনিক কবিতার সমাবেশ পত্রিকার মানকে যথেষ্ট উন্নত করেছিল। বাংলা ১৩৫৩ সনের পৌষ সংখ্যা ‘কবিতা’ পত্রিকায় তার বিজ্ঞপ্তি বেরিয়েছিল ‘জীবনানন্দীয় রোমান্টিকতার আবহাওয়াতেই এ কবি গোষ্ঠীর অনেকে পরিপুষ্ট’ বলে। এ পত্রিকাটি স¤পর্কে আবদুল গাফফার চৌধুরী লিখেছেন : ‘অচিন্ত্যকুমার বললেন, আমি তাকে খুব লাইক করি। তার লেখাও। তার সঙ্গে আমার যোগাযোগ আছে। ওরা স¤প্রতি বরিশাল থেকে একটি সাহিত্য সাময়িকী বের করেছেন। নাম ‘সাত-সতেরো’। ব্রজমোহন কলেজের বাংলার শিক্ষক সুধাংশু চৌধুরীও আছেন এই সাময়িকীর সঙ্গে। তুমি বরিশালে ফিরে ওদের সঙ্গে অবশ্যই দেখা কর। ওরা তোমাকে তোমার সাহিত্যচর্চায় নিশ্চয় উৎসাহ দেবেন।’


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।