সাগরদীর লালকুঠি, বরিশাল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫০, ২৩ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরিশাল শহরস্থ সাগরদীর লালকুঠি হলো পর্তুগিজ জমিদার ডি সিলভা পরিবারের বাসভবন যা ইউরোপীয় স্থাপত্যরীতি অনুসারে নির্মিত। বরিশালের বিভিন্ন অঞ্চলে জমিদারী লাভ করা বিদেশীদের মধ্যে ডি সিলভা পরিবার অন্যতম। এই পরিবারের জমিদারি বৃহত্তর বরিশালের দক্ষিণাঞ্চল বাউফল এবং বরগুনায় অবস্থিত ছিলো। ডি সিলভা পরিবারের জ্যেষ্ঠপুত্র এই জমিদারি পত্তন করেন। বরিশালে বসবাস করা এই জমিদার সম্পত্তি পরিদর্শনের উদ্দেশ্যে জমিদারি এলাকায় যাওয়ার পথে বলেশ্বর নদে ঝড়ের কবলে পতিত হয়ে সস্ত্রীক প্রাণত্যাগ করেন। পরবর্তীতে পারিবারিক সম্পত্তি রক্ষার্থে কলিকাতা শুল্ক বিভাগে চাকুরিরত ছোট ভাই জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময়ে জমিদারি ভোগ করার পর বৃদ্ধাবস্থায় মৃত্যুর পূর্বে ডি সিলভা তাদের সম্পত্তি বরিশাল ক্যাথলিক মিশনকে দান করে যান।

Image48.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।