সাগরদী

Barisalpedia থেকে

সুগন্ধা নদীতে আলেকান্দার পশ্চিম পাশে যে দ্বীপটি সৃষ্টি হয় তার নাম হয় সাগরদ্বীপ বা সাগরদী। সাগরদী গ্রামে একটি পুকুর খননকালে মাটির নিচে নৌকা ও মাছ ধরার জালের চিহ্ন এবং আলেকান্দায় আর একটি পুকুর খননকালে মাটির গভীরে মানুষের মাথায় খুলি পাওয়া গেছে। বেলস পার্কের পশ্চিম পাশে পুকুর খননের সময় লোহার নোঙ্গর পাওয়া যায়। এ থেকে ধারণা করা হয় গ্রামগুলো একদা সুগন্ধা নদীর অংশ ছিল। এসব থেকে অনুমিত হয় যে, সাগরদী, আলেকান্দা ইত্যাদি গ্রাম মূলত সুগন্ধায় জেগে ওঠা চর।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।